অণুগল্প হল সেই চকিত চাহনি যা অনেক অবলোকনের চেয়েও দীর্ঘস্থায়ী অভিঘাত তৈরী করে। Digital বিশ্বে মনোযোগের ব্যাপ্তি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, সেই বিশ্বের চাহিদা মেনে অণুগল্প এসেছে। ফোন বা ট্যাব নাড়াচাড়া করতে করতে এগুলো পড়ে ফেলা যায় অনায়াসে, কিন্তু পড়ে উঠে মনটা যদি একবার ফস করে ওঠে, সেখানেই অনুগল্পের জিত।