পরিবর্তনের কথা শুনি মাঝে মাঝে। পরিবর্তনের পরিবর্তনের কথাও শুনি। আমাদের এ সম্পর্কে কিছু কিছু অস্পষ্ট ধারণা আছে। কিন্তু পরিবর্তন তো হয়েই চলেছে। The only thing that never changes is the propensity to change।
বিগত এক দশকে দেশে তথা আমাদের রাজ্যের সবচেয়ে দৃষ্টিগ্রাহ্য পরিবর্তনগুলি হ’ল
১। বিজ্ঞানচেতনার পতন ও ধর্মবাদের উত্থান।
২। ন্যূনতম আয়ের বিধি কিন্তু কর্মসংস্থানের শূণ্যতা।
৩। রাজনীতির দুবৃত্তায়নের পরিবর্তে দুবৃত্তের রাজনীতিতে প্রবেশ।
৪। অশিক্ষিত, অর্ধশিক্ষিত ও অর্বাচীনদের নেতৃত্বে আসা এবং শিক্ষিতদের চাকরীর দাবীতে অনশন।
৫। রাজনৈতিক নেতাদের কৃচ্ছসাধনের গর্বের পরিবর্তে কোটিপতি ক্লাবে প্রতিষ্ঠা।
৬। বুদ্ধিজীবিদের নিরপেক্ষতার পরিবর্তে দলদাসবৃত্তিতে আগ্রহ।
৭। দলমত নির্বিশেষে ব্যক্তিপূজার ঝোঁক।
৮। বিতর্কের পরিবর্তে গালিগালাজ ও ব্যঙ্গ।
৯। সামাজিক বিপ্লবের পরিবর্তে ব্যক্তিগত অধিকারের আন্দোলন।
১০। গণমাধ্যমের অপমৃত্যু ও কর্পোরেট মিডিয়ার শাসন আমল।
পরিবর্তন অবশ্যই হয়েছে। আমরা স্রোতের তৃণ, তাই বহমান ধারা টের পাই না।
দারুন লিখেছ পবিত্র।আমি একমত।