
তাকিয়েছিলে তুমি অমন তীব্র মুখে
জল ছিল, না আগুন ছিল তোমার চোখে?
খোলাচুলে ছড়িয়েছিল রৌদ্রকণা
দেখতে গিয়ে শুরু হল উন্মাদনা
সিঁড়ির নিচে নতজানু সদ্যকিশোর
তাকে দিলে চিলেকোঠার নিষিদ্ধ ঘর
তাকে দিলে অনন্ত পথ স্বর্গগামী
সেদিন থেকে পুরুষমানুষ হলাম আমি
সেদিন থেকে দ্বৈপায়নে লুকিয়ে আছি
আর যাবনা তোমার বাড়ির কাছাকাছি
তোমার চোখে আর চা’ব না চক্ষু মেলে
একলা ছাতে তুমি যেমন তাকিয়েছিলে
তাকিয়েছিলে কেন অমন তীব্র মুখে?
জল ছিল না, আগুন ছিল তোমার চোখে
~~~~~ কবিতার পাতা থেকে। ৯ জুলাই ২০২০