ভুলের প্রার্থনা

সময় কি এখনো আছে?
ঘুম ভেঙ্গে গেলে
চোখ বুঁজে শুয়ে থাকি
ভোর হয়ে যায় পাছে

রাতের বাতাস এসে বলে
নক্ষত্রের হ’তেছে পতন
কোষ থেকে কোষান্তরে ক্ষয়
নদী যেমন করে বিস্মৃত উপলে

সমস্ত পৃথিবী চায় আরেকটু সময়
আরো কিছু ফুল ফোটা বাকি
আরো কিছু বসন্তের কালে
দুলে ওঠা বাকি কিছু মথিত হৃদয়

এখনো কি করা যায় ভুল?
যে অভিযানে বানিজ্য ছিল না কোন
জীবন চেয়েছে কেন
তার জন্য মহার্ঘ মাশুল

সময় কি এখনো আছে?
কতবার দাবী আর
কতবার নতজানু প্রার্থনা
নিয়ে ছুটে গেছি তোমাদের কাছে?

সময় কি এখনো আছে?
সময় কি এখনো আছে?

~~~~~ কবিতার পাতা থেকে। ৯ জুলাই ২০২০

Loading

সবাইকে বলুন
error: বিষয়বস্তু সুরক্ষিত!