ডাকটিকিট

তোমরা কেউ আমাকে
ফেরার রাস্তা বলে দেবে?
বলে দেবে, কোন মোড় থেকে
বাঁক নিয়ে সহজেই ফিরে যেতে পারি
সেই রোদ পড়ে আসা বিকেল উঠোনে
যেখানে অনন্তকাল ধরে পড়ে আছে
ভোকাট্টা সুখ দুঃখের ঘুড়ি?

এখন এই অচেনা পথের ধারে
হাত বাড়িয়েছে যত আলাপী অঙ্গের আঙ্গুল
প্রত্যেক বাঁকের মুখে জ্বলন্ত চুলের যত
ডাইনীর দল হি হি করে হেসে
সর্বনাশা ভবিষ্যৎবাণী করে
বলে, এগিয়ে যাও
এগিয়ে গেলেই পাবে রাজত্ব
আর রাজকন্যাদের বিশুস্ক শব
আমি রক্তিম চাহনীতে দেখি
আকাশের চন্দ্রাতপ ছিঁড়ে উল্কার মত
প্রেম ঝরে পড়ে।

হে অনামা অক্ষয় কাল
কালস্রোতে ভেসে গিয়ে শেষমেশ
তোমারি অঞ্চলে আমি আশ্রয় নেব।
আমার আকাশ থেকে ঝরে পড়ে
সহস্র অর্বুদ ঘুড়ি
দোল খায়, দুলতে দুলতে যায় প্রাচীরের দিকে
প্রাচীর পেরিয়ে গেলেই
জন্মান্তরের এক উঠোন রয়েছে পড়ে
সন্ধ্যের আলোআঁধারিতে।
সেইখানে ফিরে যেতে চাই,
আহ আমি হারিয়ে ফেলেছি পথ
তোমরা কেউ আমাকে
ফেরার রাস্তা বলে দেবে?

Loading

সবাইকে বলুন
error: বিষয়বস্তু সুরক্ষিত!