
এই রাস্তায় যত দরজা রয়েছে
যতদুর দেখি, বন্ধ
লোকজন, গাড়িঘোড়া নেই
শুধু বকুলফুলের গন্ধ
খসখস করে রাস্তা পেরোয়
খসে পড়া কিছু পাতা
আমি হেঁটে গিয়ে হাঁক দিয়ে ডাকি
কলকাতা, কলকাতা!
এই রাস্তার কোন গলিঘুঁজি
নিশ্চয় দেবে সাড়া
গোলাপী রঙের দরজার কাছে
যদি দিই কড়ানাড়া
আমি কি স্বপ্ন দেখছি, নাকি
স্বপ্ন দেখছে আমায়
বকুলবাগান দড়িতে শুকোয়
হলুদ রঙের জামায়?
বন্ধ শার্সি জানালা আঁচড়ে
কারা চলে গেছে আগে?
আমি ছুটে গিয়ে ফেরাতে চাইছি
আহির ভৈঁরো রাগে!!
সব চলে গেল? আমি রয়ে গেছি?
এইমত এক ধন্দ
এই রাস্তায় যত দরজা রয়েছে
যতদুর দেখি, বন্ধ।