মুখ

কোথায় দেখেছি তোমার মুখ
মিছিলে কিংবা ঘরে
স্বপ্ন অথবা সম্ভোগে আমি
খুঁজে ফিরি অগোচরে

কোথায় দেখেছি তোমার আদল
শরীরে কিংবা মনে
অবয়বহীন ভাষার গভীরে
খুঁজেছি সংগোপনে

তুমি কি এখনো বৃষ্টির মাঠে
শুয়ে আছো ঘাসফুলে
এখনো বজ্র হাহাকার করে
নিয়মিত নাভিমূলে?

এই সন্ধান নিয়তি আমার
প্রেমের অভিজ্ঞান
নিভন্ত কোনো আগ্নেয়গিরি
সহসা গর্জমান

Loading

সবাইকে বলুন
error: বিষয়বস্তু সুরক্ষিত!