অগ্ন্যুৎপাত

জানি এ আলো ক্ষণস্থায়ী
তবু অন্ধকার ভেদ করে
তোমাকেই সন্ধান করি হে হিরন্ময়
এ এক মৃত্যুঞ্জয় খেলা
এক লহমায় ঘটে জয় পরাজয়

যা কিছু নির্মাণ আর ধ্বংস
সবই তো নির্দিষ্ট করেছ
চকিত আলোকে
বাতাবী লেবুর বনে
মতিভ্রষ্ট কিশোরীর কানে কানে
ফুলেল মিথ্যে কথা অনেক বলেছি
বলেছি খারাপ, ভালোকে
ভালোবাসা বুঝি সেই তীর্যক আলো
আঁধারের ছিদ্রপথে যা আমাকে ভাসালো

জানি এ আলো ক্ষণস্থায়ী
তবু অন্ধকার ভেদ করে
তোমাকেই সন্ধান করি হে হিরণ্ময়
হৃদয়ে তুষারঝড়
তবু শরীরে শরীরে অগ্ন্যুৎপাত হয়

Loading

সবাইকে বলুন
error: বিষয়বস্তু সুরক্ষিত!