সুস্বাগতম !

অনেকের সঙ্গেই ইতিপূর্বে আলাপ হয়েছে। দীর্ঘ দশ বছর ধরে লিখছি। ব্লগ লিখতাম ইউরোপীয়ান জার্নালিস্ট সোসাইটিতে, পরিবেশ সংক্রান্ত লেখালিখি। বিজনেস ইনসাইডেরে লেখা বেরিয়েছিল। বহু বন্ধু হয়েছে পৃথিবী জুড়ে। এখনো তাদের সাথে যোগাযোগ অটুট। তারপর একসময় মনে হল, নিজের ভাষায় লিখি। রম্যরচনা আর প্রবন্ধ লিখতাম সময় পেলেই। কিন্তু স্মৃতিচারণ আর গল্প কবিতায় জড়িয়ে গেছি শুধু বন্ধুদের দাবীতে। ফেসবুক থেকে শুরু করে আমার প্রথম বাংলা ব্লগ অল্প-স্বল্প-গল্পতে তার কিছু কিছু প্রকাশ পেয়েছিল। ততদিনে ধারাবাহিক লেখার কিস্তি সময়মতো না পেলে বহু রাগ অভিমানের ইতিহাস হয়ে গেছে।

হাত থেকে কেড়ে নিয়ে ছাপতে না দিলে বই হয়ে লেখাগুলো কোনদিন বেরোবে না, এমন সম্ভাবনার মধ্যে যে আগাম বিপদের আশঙ্কা আছে, তাকে এড়ানোর জন্যেই পবিত্র অনলাইন। এখানে নতুন পুরোনো যাবতীয় লেখা সংকলন করা হবে। আশা করি দুধের স্বাদ ঘোলে খানিকটা মিটবে। আরো কিছু পরিকল্পনা আছে, দেখা যাক কতদূর যাওয়া যায়।

লেখালিখির জায়গা বলে সচেতন ভাবে ব্লগ খুব মিনিম্যালিস্ট রাখার ইচ্ছে, অন্তত যতদিন না অলংকরণ করার মত কাউকে পাওয়া যাচ্ছে। পাঠক বন্ধুরা কেউ হদিস দিলে চমৎকার হয়। নতুবা পুরোটাই নিজে শিখে শিখে করা।

যারা পড়তে আসবেন, যদি ভাল লাগে , ফিরে জানাবেন। ভাল লাগবে, উৎসাহ পাবো এই আর কি!

আবার পথচলা শুরু। এবার আরো নিশ্চিত ভাবে, আরো ভালবেসে। যারা আমার লেখা পড়তে ভালবাসেন, যারা অপেক্ষা করে আছেন, তাঁরা তো বটেই, যারা নতুন এলেন তাঁদের জন্যেও রইল শুভেচ্ছা।

পবিত্র অনলাইনে স্বাগত!

পবিত্র মুখোপাধ্যায়

মহেশতলা, কলকাতা

৪ ঠা জুন ২০২০

Loading

সবাইকে বলুন
error: বিষয়বস্তু সুরক্ষিত!