উন্মাদ

তোমার হাসির নিচে
গভীর বিষাদ আছে
ঘৃণা আছে
জল ও আগুন আছে
তোমার শরীরে।

আমি আছি
বিগলিত বিষাদহীন তরঙ্গে
যেমন খেলাছুট বালক
ধুলোবালি সর্বাঙ্গে মাখে।

আমাদের গল্পকথা
যুগান্তরগামী ট্রেনে উঠে
গন্তব্যে পৌঁছয় না কখনো
আনমনে ছুঁড়ে ফেলে
খুঁজে পাওয়া সুখ।

হে অনন্ত উন্মাদ
তোমার হাসির নিচে
হায়েনার দল,
আমাকে জীবন্মৃত খেতে চাস তোরা?

Loading

সবাইকে বলুন
error: বিষয়বস্তু সুরক্ষিত!